অতি লোভে পেঁয়াজ নষ্ট

|

চট্টগ্রামে খাতুনগঞ্জের আড়তে এখন পচা পেঁয়াজের ছড়াছড়ি। বস্তায় বস্তায় নষ্ট পেঁয়াজ ফেলে দেয়া হচ্ছে রাস্তায়। মিয়ানমার থেকে নৌপথে আনার সময় ভিজে যাওয়ার কারণেই পেঁয়াজ পচে গেছে বলে দাবি আড়তদারদের। তবে ক্রেতা এবং স্থানীয়রা বলছেন, বেশি দামের লোভে কৃত্রিম সংকট তৈরির জন্য মজুদ করতে গিয়েই এমন পরিস্থিতি।

দেশের সর্ববৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অনেক আড়তের সামনেই ফেলে রাখা হয়েছে বস্তাভর্তি পচা পেঁয়াজ। উৎকট দুর্গন্ধ ছড়ালেও কম মূল্যে বিক্রির আশায় একেবারে ফেলে দিচ্ছেন না আড়তদাররা।

পচা এসব পেঁয়াজ মূলত মিয়ানমার থেকে সাগরপথে আনা। ক্রেতা এবং স্থানীয়দের অভিযোগ, কারসাজিতে জড়িত সিন্ডিকেট কৃত্রিম মূল্যবৃদ্ধির জন্য মজুদ করতে গিয়ে এ পরিস্থিতিতে পড়েছেন। তবে সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করে ব্যবসায়ীদের দাবি, নৌপথে মিয়ানমার থেকে আনার সময় পানিতে ভিজে যাওয়ায় পচন ধরেছে পেঁয়াজে।

পচা এবং নষ্ট এসব পেঁয়াজ চট্টগ্রামে পথেঘাটে নামমাত্র মূল্যে বিক্রি হচ্ছে। আমদানি বেড়েছে ভারতসহ বিকল্প দেশগলো থেকেও। যার ইতিবাচক প্রভাব পড়ছে বাজারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply