চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় প্রেম সংক্রান্ত বিরোধের জেরে এসএসসি পরীক্ষার্থী তন্ময় আহমেদ তপুকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে তপুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ শুরু করে আল হেলাল মাধ্যমিক ইসলামী অ্যাকাডেমির শিক্ষক-শিক্ষার্থীরা।
বিক্ষোভে অংশ নেয় এলাকাবাসীরাও। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন আল হেলাল মাধ্যমিক ইসলামী অ্যাকাডেমির সভাপতি শহিদুল কদর জোয়ার্দার, প্রধান শিক্ষক রিপন আলীসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে দিনে দুপুরে ঢুকে একজন শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু মূল আসামিরা এখনও ধরা পড়েনি। অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে। অন্যথায় আরও বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।
উল্লেখ্য, গত রোববার দুপুরে চুয়াডাঙ্গা শহরের আল হেলাল মাধ্যমিক ইসলামী অ্যাকাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের মধ্যে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে তন্ময় আহমেদ তপু নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
ইউএইচ/
Leave a reply