টয়লেট ভেঙে পড়ায় ডায়পার পরেই পৃথিবীতে ফিরেছেন সেই ৪ নভোচারী

|

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থিত স্পেস এক্স ক্যাপসুলের টয়লেট ভেঙে পড়ায় বিপাকে পড়া সেই চার নভোচারী পৃথিবীতে ফিরেছেন।

মহাকাশে টানা ছয় মাসের বেশি সময় অবস্থানের পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (৮ নভেম্বর) ভোরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরেন তারা। খবর টাইম ম্যাগাজিনের।

নভোচারীদের বহনকারী ক্যাপসুলটি অবতরণের পর, স্পেস এক্স মিশন কন্ট্রোল দক্ষিণ ক্যালিফোরনিয়ায় রেডিওর মাধ্যমে তাদের পৃথিবীতে স্বাগতম জানানো হয়।

আবহাওয়া অনুকূলে না থাকায় যারা মহাকাশ স্টেশনের তাদের স্থানে স্থলাভিষিক্ত হবেন তাদের মিশনের উড্ডয়ন একাধিকবার পিছিয়ে দেয়া হয়। এতে তাদের ফেরতে কয়েকদিন বিলম্ব হয়েছে।

ফরাসি নভোচারী টমাস পেসকুয়েট এর আগে শুক্রবার মহাকাশ স্টেশন থেকে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, এটা এক তিক্ত-মধুর অনুভূতি। আমরা হয়তো আর কখনো মহাকাশ স্টেশনে ফিরবো না এবং এটি সত্যিই জাদুকরী জায়গা।

এর আগে গত শনিবার (৬ নভেম্বর) স্পেস এক্স ক্যাপসুলের টয়লেট ভেঙে পড়ায় প্রায় ২০ ঘণ্টা ডায়পার পরে ছিলেন এই চার নভোচারী। ডায়পার পরিধান করেই তাদের পৃথিবীতে ফিরে আসতে হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply