এক জালে ধরা পড়লো ৯০টি লাল কোরাল, ৩ লাখে বিক্রি

|

স্থানীয় হেলাল উদ্দিনের জালে এসব লাল কোরাল মাছ ধরা পড়ে।

কক্সবাজার প্রতিনিধি:

টেকনাফের জাহাজপুরা উপকূলে এবার এক জালে ধরা পড়ছে ৯০টি ‘রাঙা চৈ’ নামের সামুদ্রিক লাল কোরাল। স্থানীয় হেলাল উদ্দিনের জালে এসব মাছ ধরা পড়ে।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ঘাটে তোলা হয় মাছগুলো। সেখানেই তিন লাখ টাকা মূল্যে কিনে নেন মাছ ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে বঙ্গোপসাগরের জাহাজপুরা উপকূলে জাহাজপুরা গ্রামের হেলাল উদ্দিনের জাল-নৌকা নিয়ে সাগরে মাছ শিকারে রওনা দেন আবদুল করিম মাঝি। ঘণ্টাখানেক সময় ধরে সাগরে ফেলা জাল এক পর্যায়ে ভারি হয়ে ওঠে। তখন মাঝি জাল টেনে নৌকায় উঠানোর সময় দেখা মেলে সামুদ্রিক লাল কোরালের। পরে এসব মাছ কূলে উঠিয়ে আনা হয়। অন্যান্য মাছের সাথে ৯০টি ‘রাঙা চৈ’ দেখে জেলেদের মধ্যে আনন্দের বন্যা বইতে থাকে৷ স্থানীয় মাছ ব্যবসায়ী জাহাজপুরা ঘাটেই তিন লাখ টাকায় রাঙা চৈ নামের সামুদ্রিক কোরাল মাছগুলো কিনে নেন বলে জানান স্থানীয় যুবক ইরফান।

উল্লেখ্য, এক সপ্তাহ আগে সেন্টমার্টিনে এক জালে ধরা পড়ছিল ২০৪টি লাল কোরাল। যা ৭ লাখ টাকায় বিক্রি হয়েছিল।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply