সবচেয়ে ধনী ক্লাবের কোচ হলেন এডি হাউ

|

নিউক্যাসলের কোচ হলেন এডি হাউ। ছবি: সংগৃহীত

নতুন কোচ হিসেবে এডি হাউ’কে নিয়োগ দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে সবচেয়ে ধনী ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। দ্বিপাক্ষিক সমঝোতায় ক্লাব ছেড়ে যাওয়া স্টিভ ব্রুসের স্থলাভিষিক্ত হলেন ৪৩ বছর বয়সী সাবেক বোর্নমাউথ বস।

২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত হাউ’য়ের সাথে চুক্তিবদ্ধ হয়েছে ক্লাবটি। দায়িত্ব পেয়ে নিউক্যাসল অধ্যায়কে চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন তিনি। ১৯৬৯ সালের পর বড় কোনো শিরোপা জিততে না পারার আক্ষেপ রয়েছে তাদের। তাই এডি হাউ’য়ের যুগে সকল ব্যর্থতা দূরে ঠেলে নতুন আশায় ডানা মেলছে নিউ ক্যাসল।

এদিকে, অক্টোবরে নতুন মালিকানা পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা ক্লাবটি। সৌদি মালিকানাধীন ম্যাগপাই যুগে প্রবেশের সাথে সাথে নিজেদের ভাগ্য বদলেও বদ্ধপরিকর তারা। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে ১১ রাউন্ডের খেলা শেষে ৫ ড্র এবং ৬ পরাজয় নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছেন নিউক্যাসেল। ২০ ক্লাবের মধ্যে ৫ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১৯-তম। সমান সংখ্যক ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে চেলসি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply