ইয়েমেনে বোমা হামলায় নিহত অন্তঃসত্ত্বা সাংবাদিক

|

ছবি: সংগৃহীত

ইয়েমেনে আবারও হামলার শিকার হলেন এক নারী সাংবাদিক। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আশার্ক টেলিভিশনে কাজ করতেন তিনি।

মঙ্গলবার (৯ নভেম্বর) এডেনে বোমা হামলায় সন্তানসহ প্রাণ গেছে রাশা আব্দাল্লার।

কর্তৃপক্ষ জানায়, পরিবার নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা রাশা। সেসময় তার গাড়িবহর লক্ষ্য করে চালানো হয় হামলা। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাশা ও তার শিশুপুত্রের। গুরুতর আহত স্বামী মাহমুদ আল আটোমির অবস্থাও আশঙ্কাজনক। যিনি নিজেও একজন সাংবাদিক। বোমা বিস্ফোরণে তিন পথচারীও আহত হয়েছে।

এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বরে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী মঈন আব্দুল মালিক সাঈদ। এখনও হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। কয়েক বছর ধরেই অঞ্চলটিতে প্রায় নিয়মিত হামলা চালায় আল কায়েদা ও আইএস। ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরাও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply