নির্বাচনী সহিংসতায় মামলা, হয়রানি এড়াতে পুরুষশূন্য মেহেরপুরের গ্রাম

|

নির্বাচনী সহিংসতায় মেহেরপুরের গাংনীতে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দু’জন নিহতের ঘটনায় মামলা হয়েছে অর্ধশতাধিকের বিরুদ্ধে। এরপর থেকেই গ্রামছাড়া বেশিরভাগ পুরুষ ভোটার। বাকিরা সংঘর্ষে জখম হয়ে হাসপাতালে ভর্তি। ফলে কার্যদ পুরুষশূন্য গাংনী থানার লক্ষীনারায়ণপুর ধলা গ্রাম।

এর আগে, গত সোমবার (৮ নভেম্বর) দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রাণ হারান দুই সহদর জাহারুল ও শাহাদুল। এ ঘটনায় মেম্বার প্রার্থী আতিয়ার রহমানকে প্রধান আসামি করে ৬৬ জনের নামে মামলা করেছে নিহতের ভাই।

তাই এবারে পুলিশের হয়রানি আর গ্রেফতার এড়াতে লক্ষীনারায়ণপুর ধলা গ্রাম থেকে গাঢাকা দিয়েছেন তরুণ থেকে বৃদ্ধ সবাই। পথেঘাটেও মানুষের চলাচল কম।

এ নিয়ে মেহেরপুরের গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, ঝুঁকিপূর্ণ এলাকায় ভোট সুষ্ঠু করতে ৫টি টিম গঠন করেছে পুলিশ। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওয়াতায় আনা হবে বলেও জানায় পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply