‘চলতি শতক শেষে আশঙ্কাজনক অবস্থানে পৌঁছাবে পৃথিবীর তাপমাত্রা’

|

ছবি: সংগৃহীত

চলতি শতকের শেষ নাগাদ পৃথিবীর তাপমাত্রা দুই দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (৯ নভেম্বর) এ ভয়াবহতার পূর্বাভাস দেন জলবায়ু বিষয়ে গবেষণারত ‘ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকার’ প্রকল্পের গবেষকরা।

গবেষকরা জানান, জলবায়ু পরিবর্তন রোধে কপ টোয়েন্টি সিক্স সম্মেলনে যেসব উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, সেগুলো পূরণ করলেও বৈশ্বিক উষ্ণতা রোধ করা অসম্ভব। এজন্য অতিমাত্রায় কার্বন নিঃসরণকে দায়ী করেন তারা।

২০৩০ সাল নাগাদ গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করেছে সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো। কিন্তু এখনও সহনীয় মাত্রার থেকে প্রায় দ্বিগুণ হারে কার্বন নিঃসরণ করা হচ্ছে বলে উঠে এসেছে গবেষণায়। লক্ষ্যমাত্রা অর্জনে প্রত্যেক রাষ্ট্রেরই নিজ দেশে নীতিমালা প্রণয়ণের আহ্বান বিশেষজ্ঞদের।

নিউ ক্লাইমেট ইন্সটিটিউটের কর্মকর্তা নিকলাস হোয়েনি বলেন, কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে কোনো দেশেরই স্বল্পমেয়াদি পরিকল্পনা নেই। ২০৩০ এর লক্ষ্যমাত্রা অর্জনে দেশগুলো সব ব্যবস্থা নিলেও, ১ দশমিক ৫ মাত্রায় নামিয়ে আনতে কার্বন নিঃসরণ অর্ধেকেরও বেশি কমাতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply