চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ উপলক্ষে কেশাভ মহারাজকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড।
দক্ষিণ আফ্রিকার ঘোষিত এই দলে নেই বিশ্বকাপে দলটির অধিনায়কত্ব করা টেম্বা বাভুমা, কাগিসো রাবাদা ও কুইন্টন ডি কক। তাদেরেকে এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে। আর ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এই স্কোয়াডে প্রত্যাবর্তন করেছেন পেসার ওয়েইন পারনেল ও কায়া জোন্ডো।
চলতি সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ থেকেই বিদায় নিতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। সুপার টুয়েলভের গ্রুপ ‘১’ থেকে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচের চারটিতে জিতে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সমান ৮ পয়েন্ট থাকলেও রান রেটে কাটা পড়ে বিশ্বকাপ শেষ হয় প্রোটিয়াদের।
দক্ষিণ আফ্রিকা দল: কেশাভ মহারাজ (অধিনায়ক), রিজা হেনড্রিকস, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ডোয়াইন প্রিটোরিয়াস, এন্ডিল ফেলুকায়ো, লিজার্ড উইলিয়ামস, জুবায়ের হামজা, ড্যারেন ডুপাভিলন, সিসান্দা মাগালা, জানেমান মালান, ওয়েইন পারনেল, রায়ান রিকেলটন, তাবরিজ শামসি, কাইল ভেরিয়ান্নে ও কায়া জোন্ডো।
Leave a reply