ব্যাটারের গায়ে বল ছুড়ে নিষিদ্ধ প্যাটিনসন

|

ছবি: সংগৃহীত

ব্যাটারের গায়ে বল ছুড়ে ঘরোয়া ক্রিকেটে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জেমস প্যাটিনসন।

গত সোমবার (৮ নভেম্বর) শেফিল্ড শিল্ডের ম্যাচে প্রতিপক্ষ ব্যাটারের গায়ে বল ছুড়ে মারার দায়ে তাকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার। তবে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ঠিকই।

এমসিজিতে ভিক্টোরিয়া বনাম নিউ সাউথ ওয়েলসের মধ্যকার শেষ দিনের খেলায় নিউ সাউথ ওয়েলসের ব্যাটার ড্যানিয়েল হিউজের গায়ে বল ছুড়ে মারেন ভিক্টোরিয়ার এই পেসার। প্যাটিনসনের বলে ডিফেন্সিভ স্ট্রোক খেলার পর ক্রিজ ছেড়েও বের হননি হিউজ, রান নেয়ার কোনো লক্ষণও ছিল না তার মাঝে। তবুও ফলো থ্রুতে বল কুড়িয়েই ব্যাটারের দিকে ছুড়ে দেন প্যাটিনসন। বল গিয়ে লাগে হিউজের পায়ে। হিউজ তার বিরক্তি এবং রাগ প্রকাশ না করেও পারেননি। সঙ্গে সঙ্গে ক্ষমা চাওয়ার ভঙ্গি করলেও শাস্তির হাত থেকে পার পাননি প্যাটিনসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply