৪৫ বছরের পুরোনো কম্পিউটারের দাম ৩ কোটি টাকা!

|

ছবি: সংগৃহীত

নিলামে তোলা হয়েছে ৪৫ বছর আগে স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের নিজ হাতে বানানো অ্যাপলের একটি কম্পিউটার। নিলামে এর দাম ওঠে চার লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৩ কোটি টাকারও বেশি।

গত মঙ্গলবার (৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজিত হয় এ নিলাম। ৭০’র দশকে হাওয়াইয়ের মূল্যবান কোয়া কাঠের ফ্রেমে তৈরি হয় কম্পিউটারটি। সে সময় মাত্র ৬’শ ৬৬ ডলারে বিক্রি হয় অ্যাপেল-১ সিরিজের কম্পিউটারগুলো। তবে এদিন এর দাম ওঠে চার লাখ ডলার। ১৯৭৬ সালে তৈরি হলেও এখনও সক্রিয় রয়েছে কম্পিউটারটি। জবস এবং ওজনিয়াকের বানানো ২০০টি অ্যাপল-১ এর মাধ্যমেই শুরু হয় কোম্পানিটির স্টার্ট আপ, সেটাও আবার এক গ্যারেজে। তারপর সময়ের পরিক্রমায় গড়ে ওঠে অ্যাপলের সাম্রাজ্য, যার বর্তমান মূল্য প্রায় ২ ট্রিলিয়ন মার্কিন ডলার।

এর আগে ২০১৪ সালে অ্যাপেল-১ সিরিজের আরেকটি কম্পিউটার নিলামে তোলা হয়। সে সময় ৯ লাখ ৫ হাজার ডলারে বিক্রি হয়েছিল কম্পিউটারটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply