এবার সিংহের দেহে পাওয়া গেলো করোনা

|

ছবি: সংগৃহীত।

সিঙ্গাপুরের জনপ্রিয় নাইট সাফারি চিড়িয়াখানায় চারটি সিংহ কোভিডে আক্রান্ত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) থেকে কাশি, হাঁচি এবং অলসতাসহ হালকা লক্ষণ দেখা গিয়েছিল এই সিংহগুলোর মাঝে। 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, প্রাণী ও ভেটেরিনারি সার্ভিসের দেয়া তথ্য মতে, সিংহগুলি মান্দাই ওয়াইল্ডলাইফ গ্রুপের সংক্রমিত কর্মীদের সংস্পর্শে আসার পরে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। মান্দাই ওয়াইল্ডলাইফ গ্রুপের সংরক্ষণ, গবেষণা ও পশুচিকিৎসা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডক্টর সোনজা লুজ জানান, আক্রান্ত হলেও চারটি সিংহই ভালো আছে এবং খাওয়া দাওয়া করছে।

এখন মান্দাই ওয়াইল্ডলাইফ গ্রুপকে নয়টি এশিয়াটিক সিংহ এবং পাঁচটি আফ্রিকান সিংহকে তাদের নিজ নিজ গর্তে আলাদা রাখতে বলা হয়েছে। সিংহ চারটির শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেয়ার পর রোববার (৭ নভেম্বর) থেকে নাইট সাফারিতে এশিয়াটিক সিংহের প্রদর্শনী বন্ধ রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply