ফেরি সংকটে দৌলত‌দিয়ায় যানবাহনের সারি

|

ছবি: সংগৃহীত

রাজবাড়ী প্রতিনিধি:

দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সংকট থাকায় রাজবাড়ী গোয়াল‌ন্দের দৌলত‌দিয়া ঘাট প্রান্তে কয়েক কি‌লো‌মিটার সড়‌কে যানবাহনের লম্বা সারি তৈরি হ‌য়ে‌ছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহনের চালক ও যাত্রী‌দের। এছাড়া সময় মতো গন্তব্যে মালামাল নিয়ে যেতে না পেরে আর্থিকভাবে লোকসানে পরছেন সাধারণ ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার সকাল ১০টার দি‌কে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় ৩ কিলোমিটার পণ্যবাহী ট্রাক ও অল্পকিছু বা‌সের সারি রয়েছে। এছাড়া ঘাট থে‌কে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মো‌ড়ের সড়‌কে প্রায় সা‌ড়ে ৩ কি.মি. সড়‌কে পণ্যবাহী ট্রাকের সি‌রিয়াল র‌য়ে‌ছে।

ট্রাক চালক‌দের নদী পার হ‌তে দুই থে‌কে চার দিন ও বাস যাত্রী‌দের এক থে‌কে তিন ঘণ্টা পর্যন্ত দৌলত‌দিয়া প্রান্তে অপেক্ষা কর‌তে হচ্ছে। বর্তমানে এ রুটে ছোট বড় ১৭টি ফে‌রি চলাচল কর‌ছে।

এদিকে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাক‌কে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে ঘাট কর্তৃপক্ষ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply