হেইডেন বললেন, ইনশাল্লাহ্ ফাইনাল খেলবো

|

ম্যাথু হেইডেন।

শুধু সেমিফাইনাল নয়, ইনশাল্লাহ্ এরপর ফাইনালেও খেলবো বলে জানিয়েছেন পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শক ম্যাথু হেইডেন।

গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

শিরোপা জেতা কতোটা গুরুত্বপূর্ণ এমন প্রশ্নের জবাবে ম্যাথু হেইডেন বলেন, সবার মতোই শিরোপা জেতাটা পাকিস্তানের জন্যও গুরুত্বপূর্ণ। কাল এমন একটা দলের বিপক্ষে খেলবো, যারা বিশ্বকাপের শিরোপা জেতার ক্ষেত্রে মানদণ্ডটা অন্য পর্যায়ে নিয়ে গেছে। তবে তাদের ক্যাবিনেটে এ শিরোপাটা নেই, ফলে এ ম্যাচে অনেক কিছুই জড়িত। জাতি হিসেবে পাকিস্তান ক্রিকেটকে যেভাবে ভালোবাসে, এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না তাদের জন্য। আমরা পারফর্ম করতে প্রস্তুত। শুধু সেমিফাইনাল নয়, ইনশাল্লাহ্ এরপর ফাইনালেও খেলবো।

বাবর ও আফ্রিদির ফর্ম সম্পর্কে তিনি বলেন, বাবর আজম খুবই ধারাবাহিক, সুস্থির। বিরাট কোহলির পুরো উল্টো চরিত্র। ব্যাটসম্যান হিসেবে মেধাবী, বল খেলার সময় তার যে প্রতিক্রিয়া, সেটা আমার দেখা ভালো কারও চেয়ে কম নয়। আর উচ্চ গতি শাহিনের (শাহ আফ্রিদি) একটা বড় অস্ত্র। সুইংয়ের দেখা পেলে সে ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে, লোকেশ রাহুলকে আউট করা তার বলটা আমার দেখা অন্যতম সেরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply