ঢাকা-প্যারিস দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

|

ছবি: সংগৃহীত

২০২৫ সালের মধ্যে ঢাকা-প্যারিস দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১১ নভেম্বর) ফ্রান্সে এমইডিইএফ ইন্টারন্যাশনালের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

এ সময় তিনি ফরাসি ব্যবসায়ীদের ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক কেন্দ্রগুলোর কৌশলগত অবস্থানে থাকা বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। বিনিয়োগের সুযোগ-সুবিধাগুলো সরাসরি দেখতে ব্যবসায়ীদের বাংলাদেশে আসার আমন্ত্রণও জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি আঞ্চলিক সংযোগ কেন্দ্রে পরিণত করার কাজ চলছে। সড়ক, রেল, সমুদ্রপথ ছাড়াও ডিজিটাল সংযোগ তৈরিতে নানা পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিডা সরাসরি তার অফিসের সঙ্গে সংযোগ রেখে কাজ করে। তাই যে কোনো প্রয়োজনে ফরাসি বিনিয়োগকারীদের দ্রুত সব ধরনের সহায়তা দেয়া যাবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply