পঞ্চগড় প্রতিনিধি:
দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৭ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অন্য ইউনিয়নগুলোর কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের বেশিরভাগ কেন্দ্রে প্রধান দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহাবুবুল আলম (নৌকা প্রতীক) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনের (চশমা প্রতীক) সমর্থকদের মধ্যে দিনভর চলে ধাওয়া পাল্টা ধাওয়া।
দুপুরে ওই ইউনিয়নের সিপাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কয়েকজন যুবক ভাঙচুর চালায় এবং ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনায় পুলিশ ৫ জনকে ছিনতাই করা ব্যালটসহ আটক করেছে। তবে তারা কোন প্রার্থীর সমর্থক তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ দিকে ওই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। আহতদের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই ভোটকেন্দ্রে কিছু সময় ভোটগ্রহণ স্থগিত থাকলেও পরে আবার ভোটগ্রহণ শুরু করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Leave a reply