মার্কিন সাংবাদিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনলো মিয়ানমার

|

ছবি: সংগৃহীত

মিয়ানমারে আটক মার্কিন সাংবাদিক ড্যানি ফেন্সটারের বিরুদ্ধে এবার সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছে জান্তা সরকার। অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন জেলে থাকতে হতে পারে তাকে।

বুধবার (১০ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ফেন্সটারের আইনজীবী। ফ্রন্টিয়ার মিয়ানমার নামের নিউজ সাইটের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কাজ করছিলেন ড্যানি। জান্তা সরকার বিরোধী বিক্ষোভে উস্কানির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

গত মে মাসে মিয়ানমার ছাড়ার সময় বিমানবন্দর থেকে আটক করা হয় ৩৭ বছর বয়সী এ সাংবাদিককে। তার মুক্তির জন্য যুক্তরাষ্ট্রের বারবার চাপের পরও নতুন অভিযোগ আনলো মিয়ানমারের সামরিক সরকার। দেশটির আইন অনুযায়ী সন্ত্রাসবাদের দায়ে ২০ বছর ও রাষ্ট্রদ্রোহিতার দায়ে ২০ বছর পর্যন্ত জেল হতে পারে। ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগারে রাখা হয়েছে ড্যানিকে।

সামরিক জান্তা ক্ষমতা নেয়ার পর থেকেই মিয়ানমারে অস্থিরতা বিরাজ করছে। নিরাপত্তা রক্ষী দ্বারা হত্যা করা হয়েছে ১২০০’র বেশি মানুষকে। নির্যাতনের খবর যাতে প্রকাশ না হয় সেজন্য সাংবাদিকদেরও নানাভাবে হয়রানি করা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply