জাম্পায় বিদায় হলেন বাবর

|

বাবর থেমে গেলেও চলছে রিজওয়ানের ব্যাট। ছবি: সংগৃহীত

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তান পেয়েছে প্রত্যাশিত সূচনা। অজি বোলারদের দারুণভাবে সামলে পুরো আসরে দারুণ ফর্মে থাকা দুই ওপেনার ১০ ওভার পর্যন্তই চালিয়ে গেছেন আধিপত্য। অবশেষে অ্যাডাম জাম্পার লোভনীয় ফ্লাইটের ফাঁদে পা দিয়ে লঙ অনে ডেভিড ওয়ার্নারের তালুবন্দি হওয়ার আগে বাবর আজম করেছেন ৩৪ বলে ৩৯ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ফেভারিটের মতোই খেলছে পাকিস্তান। স্টার্ক-হ্যাজলউডরা নতুন বলে তেমন কোনো বিপদের কারণ হতে পারেননি টস হেরে ব্যাট করতে নামা দুই পাকিস্তানি ওপেনারের জন্য। রান তোলার গতির সাথে বাউন্ডারি হাঁকানোতেও এগিয়ে ছিলেন অধিনায়ক বাবর। এর সাথে সিঙ্গেল ও ডাবলসে ডট বল যেন অজি বোলারদের জন্য হয়ে দাঁড়িয়েছে দারুণ দুর্লভ এক ব্যাপার। রিজওয়ান ব্যাট করছেন ৩০ বলে ৩১ রান করে। এখন ক্রিজে এসেছেন হার্ড হিটার ফখর জামান।

এ পর্যন্ত ৬ জন বোলার ব্যবহার করেছে অস্ট্রেলিয়া। মূলত স্টার্ক ও জাম্পাকে দিয়ে শেষার্ধ্বে আক্রমণ শানানোর পরিকল্পনা করেছেন অ্যারন ফিঞ্চ। তাতে পাকিস্তানি ব্যাটারদের মারকুটে ব্যাটিংয়ে কোনো ছন্দপতন ঘটাতে পারে কিনা অজি বোলাররা, সেটাই এখন দেখার বিষয়। তবে বাবর আজমের উইকেট নিশ্চয়ই অনুপ্রাণিত করেছে ফিঞ্চ বাহিনীকে।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১১ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৫ রান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply