নতুন চারটি খাতে ভর্তুকি দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

|

বাইসাইকেল ও এর যন্ত্রাংশ, সিমেন্ট শিট, এমএস স্টিল ও চা, নতুন এই চারটি খাতের রফতানি ভর্তুকি প্রদানের নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। গত সেপ্টেম্বরে এই চারটি খাতে ৪ শতাংশ রফতানি ভর্তুকি ঘোষণা করে সরকার।

বুধবার (১০ নভেম্বর) এই চারটি খাতের রফতানি ভর্তুকি প্রাপ্তির শর্ত ও আবশ্যকীয় পালনীয় বিষয়গুলো নির্দেশনা আকারে জারি করা হয়। নির্দেশনায় বলা হয়, ৪ শতাংশ নগদ সহায়তা পেতে হলে এসব পণ্য উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় মূল্য সংযোজন হতে হবে অন্তত ৩০ শতাংশ। এর নিচে মূল্য সংযোজন হলে স্থানীয় উদ্যোক্তা নগদ সহায়তা পাবেন না।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকেই এই নগদ সহায়তা কার্যকর হবে। চলতি অর্থবছরে ব্যক্তি পর্যায়ের ফ্রিল্যান্সারদের জন্য ৪ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হবে। অ্যালুমিনিয়াম ইঞ্জিনিয়ারিং পণ্য, হাল্কা প্রকৌশল খাতের আওতায় রফতানি ভর্তুকির জন্য বিবেচিত হবে। সার্কুলারে আরও বলা হয়, বিশেষায়িত অঞ্চলের উদ্যোক্তারা এ ধরনের সহায়তা পাবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply