৬০ বছর পর বিদেশির সম্পত্তি দখলমুক্ত

|

ভুয়া দলিলের মাধ্যমে একজন বিদেশির সম্পদ দখলের বিষয়ে রুল খারিজ করেছেন হাইকোর্ট। এর ফলে সেই সম্পত্তি সরকারের দখলে আসবে।

নেদারল্যান্ডের এর নাগরিক পিটার এসিলি এডমনটের ভোলা সদরে বেশ কিছু সম্পদ ছিল। স্বাধীনতার আগে ১৯৬১ সালে তার মৃত্যুর পর সেই সম্পত্তি দখল করে নেন বাঙালি সিরাজউদ্দীন।

যেহেতু পিটারের কোনো ওয়ারিশ ছিল না, সিরাজউদ্দিনের ওয়ারিশগণ সেই সম্পত্তি বিক্রি করে দেন একটি বেসরকারি কোম্পানির কাছে। এ সংক্রান্ত একটি মামলার রুল আজ খারিজ করে দেন হাইকোর্ট। ওয়ারিশ না থাকায় এই সম্পত্তি সরকারের দখলে থাকবে বলে সিদ্ধান্ত হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply