ভোট গণনা শেষে ফেরার পথে ইভিএম মেশিন ছিনতাই

|

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী:

পটুয়াখালীর গলাচিপায় একটি নির্বাচনি কেন্দ্রে ভোট গণনা শেষে ছিনতাই হয় ৮টি ইভিএম মেশিন। ছিনতাই হওয়া এসব মেশিনের মধ্যে ৬টি তিনঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। বাকি দুটি উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ৫ নম্বর ভোটকেন্দ্র কাজিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন অফিসে যাওয়ার পথে ছিনতাইর এ ঘটনা ঘটে।

গলাচিপা থানার ওসি এআর শওকত আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৭ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।

তিনি আরও জানান, ঘটনার প্রায় তিনঘণ্টা পর ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটারের মধ্যে রাস্তার পাশের একটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি মেশিন উদ্ধার করা হয়েছে। পরে রাত ১১টার দিকে এর কিছুদূর থেকে আরো একটি মেশিন উদ্ধার করা হয়। বাকী দুটি মেশিন উদ্ধারে উদ্ধার অভিযান অব্যাহত আছে বলেও তিনি নিশ্চিত করেছেন।

পানপট্টি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের কাজি কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহন সম্পন্ন করা হয়। পরে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করি। পরবর্তিতে আমরা সব মালামাল গুছিয়ে গাড়িতে উঠার প্রস্তুতি নিই। এমন সময় এই ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী ফুটবল এবং মোড়গ মার্কার সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে ইভিএম মেশিনের একটি বাক্স ছিনতাই করে নিয়ে যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply