পাকিস্তানের সাথে জয় পেয়ে ফাইনালে ওঠার ম্যাচকে ‘দুর্দান্ত এক ম্যাচ’ বলে অভিহিত করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। জয়ের জন্য তিনি কৃতিত্ব দিয়েছেন ম্যাথু ওয়েড ও মার্কাস স্টোয়নিসের দারুণ ব্যাটিংকে। বলেছেন, ম্যাথু ওয়েড যেভাবে তার নার্ভ ধরে রেখে খেলেছে তা এক কথায় অবিশ্বাস্য।
ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় ফিঞ্চ বলেন, স্টয়নিসের সাথে ওয়েডের জুটি ছিল অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবাই অনুভব করছিলাম খেলার উত্তেজনা। তাই বুঝতে পারছি, ওয়েড কতো চমৎকার খেলেছে। তবে এই ফরম্যাটটার চরিত্রই এমন যে, যখন তখন পাল্টে যেতে পারে ম্যাচের রঙ। আমার মনে হয়, ফিল্ডিংয়ে আমরা সেরা পারফরমেন্স দিতে পারিনি আজ। ক্যাচ মিস করেছি কয়েকটি, যদিও সেগুলো কিছুটা কঠিন ছিল। তবে আজ আমরা দেখিয়েছি, স্কোয়াডের ১৫ জনই খেলোয়াড়ই তাদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত।
অ্যারন ফিঞ্চ আরও বলেন, রান তাড়া করায়ও ম্যাচ জেতা যাচ্ছে অনেক বেশি। এতে আমি কিছুটা অবাক হচ্ছি। তবে আজ কুয়াশা ছিল না। তবে ফ্লাডলাইটের কারণে কিছুটা সমস্যা হচ্ছিল। উইকেটও ছিল ফাস্ট। আমার পরিকল্পনা ছিল, টসে যদি হারি তবে ব্যাট করে ভালো একটা সংগ্রহ জমা করবো বোর্ডে। তারপর তা ডিফেন্ড করবো। তবে রান তাড়ায় শেষ পর্যন্ত জয়ী হওয়াটাও বিশেষ ব্যাপার।
Leave a reply