Site icon Jamuna Television

সাক্ষ্য আইনের বিতর্কিত ধারা বাতিলের দাবিতে শেকল ভাঙার পদযাত্রা

রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায়ের কঠোর সমালোচনা করে শেকল ভাঙার পদযাত্রা করেছে অর্ধশতাধিক নারী। সাক্ষ্য আইনের বিতর্কিত ধারা বাতিলসহ বেশকিছু দাবি তোলেন তারা। কথা ওঠে ধষর্ণের ৭২ ঘণ্টা ইস্যু নিয়েও।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১২টায় শাহবাগ মোড় থেকে মশাল হাতে মানিক মিয়া এভিনিউ অভিমুখে শেকল ভাঙার পদযাত্রা শুরু হয়। এতে সংহতি জানান পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক শিল্পীসহ নারীবাদী বিভিন্ন সংগঠন।

পরে তারা মানিকমিয়া অ্যাভিনিউয়ে প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী বলেন, নিপীড়নের বিচার চাইতে গেলে রাষ্ট্র যখন ক্যারেক্টার সার্টিফিকেট দেখতে চায় সেই রাষ্ট্র নারীদের হতে পারে না।

দেশে এই প্রথম নারী বিচারপতির দেয়া রায় নিয়ে নারীদেরই ক্ষোভ জানানোর বিষয়ে ড. জাফরুল্লাহ বলেন, বিচারপতি যে লিঙ্গেরই হোক, প্রতিবাদ সবার বিরুদ্ধে।

Exit mobile version