Site icon Jamuna Television

১৩ হাজারের বেশি আগ্নেয়াস্ত্র ধ্বংস করলো চিলি

সংগৃহীত ছবি

১৩ হাজারের বেশি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ধ্বংস করলো লাতিন আমেরিকার দেশ চিলি। এসব অবৈধ অস্ত্র বিভিন্ন সময়ের অভিযানে জব্দ করা হয়েছিলো যা ব্যবহৃত হতো মাদক চোরাচালানসহ নানা অপরাধমূলত কর্মকাণ্ডে। কিউবার সংবাদ সংস্থা প্রেনসা লাতিনার খবর।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ নভেম্বর) এসব অস্ত্র নষ্ট করে তা আগুনে পুড়িয়ে ফেলা হয়। এসময় উপস্থিত ছিলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অপরাধের সংখ্যা কমিয়ে আনতে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। গোটা দেশকে রক্ষায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

দেশটির সরকারি তথ্য অনুয়ায়ী, গত ৩ দশকে ১ লাখ ৮৫ হাজারের বেশি অস্ত্র উদ্ধারের পর ধ্বংস করে ফেলা হয়েছে।

Exit mobile version