মিয়ানমারে মার্কিন সাংবাদিকের ১১ বছরের কারাদণ্ড

|

ছবি: সংগৃহীত

মিয়ানমারে আটক মার্কিন সাংবাদিক ড্যানি ফেন্সটারকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) দোষী সাব্যস্ত হলে এ কারাদণ্ড দেয় দেশটির সামরিক আদালত।

ড্যানির আইনজীবী থান জাও অং বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উৎসাহিত করা, অভিবাসন আইন লঙ্ঘন ও বেআইনি মেলামেশার দায়ে ফেন্সটারকে এ কারাদণ্ড দেয়া হয়। 

গত মে মাসে মিয়ানমার ছাড়ার সময় বিমানবন্দর থেকে আটক করা হয় ৩৭ বছর বয়সী এ সাংবাদিককে। তার মুক্তির জন্য যুক্তরাষ্ট্রের বারবার চাপের পরও নতুন অভিযোগ আনলো মিয়ানমারের সামরিক সরকার। দেশটির আইন অনুযায়ী সন্ত্রাসবাদের দায়ে ২০ বছর ও রাষ্ট্রদ্রোহিতার দায়ে ২০ বছর পর্যন্ত জেল হতে পারে। ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগারে রাখা হয়েছে ড্যানিকে।

সামরিক জান্তা ক্ষমতা নেয়ার পর থেকেই মিয়ানমারে অস্থিরতা বিরাজ করছে। নিরাপত্তা রক্ষী দ্বারা হত্যা করা হয়েছে ১২০০’র বেশি মানুষকে। নির্যাতনের খবর যাতে প্রকাশ না হয় সেজন্য সাংবাদিকদেরও নানাভাবে হয়রানি করা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply