আফগানিস্তানে জুমার নামাজ চলাকালে মসজিদে ফের বোমাহামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ নভেম্বর) আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের স্পিনগর জেলার একটি মসজিদে হামলার ঘটনা ঘটে। এতে ইমামসহ প্রায় ১২ জন মানুষ আহত হয়েছেন।
আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, স্থানীয় বাসিন্দা জানান, দেশটির স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান কর্মকর্তা বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
নানগারহার প্রদেশ সরকারের মুখপাত্র কারি হানিফ জানিয়েছেন, বোমাটি সম্ভবত মসজিদের ভেতর বসানো ছিল। স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত তিনজন মারা গেছেন।
Leave a reply