নরসিংদীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ৩

|

ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নে পিরিজকান্দি বাজারে সাবেক ও বর্তমান দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মিছিলকে কেন্দ্র করে দোকানপাট ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৩ জন আহত হয়েছেন।

এলাকাবাসী জানায়, ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ উপলক্ষে আজ দুপুরে প্রতীক বরাদ্দ দেয় উপজেলা নির্বাচন কার্যালয়। এ সময় মির্জাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সদস্য আসাদুল্লাহ ভূইয়া আনারস প্রতীক পান।

অন্যদিকে সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের অর্থ বিষয়ক সম্পাদক মঞ্জুর এলাহী পান চশমা প্রতীক। পরে তাদের সমর্থকরা মিছিল নিয়ে বের হওয়ার পরে সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী মঞ্জুর এলাহীর সমর্থকরা পিরিজকান্দি বাজারে আসাদ ভূইয়ার সমর্থকদের মুখোমুখি হলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মঞ্জুর এলাহীর সমর্থকদের ৬টি দোকানপাটে হামলা চালায় বর্তমান চেয়ারম্যানের সমর্থকরা। পরে মঞ্জুর এলাহীর সমর্থকরা বর্তমান চেয়ারম্যান আসাদুল্লাহর এক সমর্থকের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে।

এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply