খুলনা ব্যুরো:
খুলনায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক পিতাকে অস্ত্রের মুখে জিম্মি করে সম্পদ দখলের অভিযোগে একমাত্র ছেলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় পুলিশ ছেলে এসএম মুসসালিন মামুনকে গ্রেফতার করেছে।
শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় খুলনার সরকারি মডেল স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মহিউদ্দিন বাদী হয়ে সদর থানায় মামলা দায়েরের পরপরই ছেলেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মহিউদ্দিনের সারাজীবনের সঞ্চয় ও অবসরকালীন ভাতার ১১ লাখ টাকা ও সম্পত্তি জোর করে লিখে নিয়েছে ছেলে এসএম মুসসালিন আল মামুন। সন্ধ্যায় নগরীর টুটপাড়া সরকারপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক এসএম মহিউদ্দিন বাদী হয়ে এ ঘটনায় খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। পরে মামলার একমাত্র আসামি এসএম মুরসালিন আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, একজন প্রাক্তন শিক্ষকের ছেলে বাবা-মা’কে অস্ত্রের মুখে জিম্মি করে ১১ লাখ টাকা আদায় ও জোর করে সম্পত্তি লিখে নেয়ার চেষ্টার অভিযোগে ছেলে মামুনকে গ্রেফতার করা হয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষক এসএম মহিউদ্দিন খুলনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
ইউএইচ/
Leave a reply