আংশিক লকডাউনের সিদ্ধান্তে বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডস। শুক্রবার দ্যা হেগ শহরের রাস্তায় নামে শত শত ডাচ। লকডাউনবিরোধী শ্লোগান দিতে থাকেন তারা।
লকডাউন জারির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগে থেকেই মোতায়েন করা ছিল পুলিশ। তবে ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনা। সম্প্রতি, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও আংশিক লকডাউনে যাওয়ার সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।
শনিবার থেকে রেস্টুরেন্ট, দোকান নির্দিষ্ট সময়ে বন্ধ করা ও বড় ধরনের খেলার আয়োজনে নিষেধাজ্ঞার জারি করে কর্তৃপক্ষ। এছাড়াও বাড়িতে চার জনের বেশি ভিজিটর যাবার ক্ষেত্রেও রয়েছে বিধিনিষেধ। ভাইরাস ছড়িয়ে পড়া রোধে ঘরে অবস্থানের নির্দেশ দেয়া হয় নাগরিকদের।
Leave a reply