Site icon Jamuna Television

উত্তরের বিভিন্ন জেলায় শুরু হয়েছে আমন ধান কাটা-মাড়াই

আমন ধান কাটায় ব্যস্ত কৃষকরা।

নওগাঁ, বগুড়া, দিনাজপুরসহ উত্তরের বিভিন্ন জেলায় শুরু হয়েছে আমন ধান কাটা-মাড়াই। এ মৌসুমে ভাল ফলন পেয়ে খুশি কৃষক। কিন্তু বেড়েছে উৎপাদন ব্যয়। বিঘা প্রতি অতিরিক্ত খরচ গুনতে হয়েছে ১৫ থেকে ১৬ হাজার টাকা। চাষিরা বলছেন, মোট উৎপাদন খরচের প্রায় অর্ধেকই ব্যয় হয়েছে শুধুমাত্র বালাই দমনে।

এবারের মৌসুমে ধানের বেশ ভাল ফলন হয়েছে; তাই কৃষকের মনও ভালো। মাঠে লেগেছে ফসল কাটার ধুম। মাঝে পোকার আক্রমণে দুশ্চিন্তায় ছিলেন কৃষক। তবে সে শঙ্কা কেটে গেছে। কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকের কপালে আবারও ফিরে এসেছে চিন্তার ভাঁজ।

জানা গেছে, এ বছর প্রতি বিঘায় জৈব ও রাসায়নিক সার, বীজ, হাল, কীটনাশক ও শ্রমিকের মজুরিসহ ব্যয় বেড়েছে চার থেকে পাঁচ হাজার টাকা। আর শুধু বালাই দমনেই খরচ হয়েছে পাঁচ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত।

তবে সবচেয়ে বড় বিপদে আছেন বর্গা চাষিরা। উৎপাদন ব্যয়ের সাথে বাজার দরের সামঞ্জস্য না থাকলে, পুঁজি হারানোর ভয়ে দিন কাটছে তাদের। আমনে বিঘাপ্রতি উৎপাদন খরচ যেরকম পড়ছে : বীজ ও চারা উৎপাদন, হাল চাষ, চারা রোপন, আইল প্রস্তুতকরণ, নিড়ানী দেয়া, জৈব ও রাসায়নিক সার, বালাই দমন, কাটা ও মাড়াই মিলিয়ে মোট খরচ হয় পনের হাজার টাকা। চলতি মৌসুমে দেশে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় দেড় কোটি টন।

Exit mobile version