আদিবাসী যোদ্ধা ভগবান বিরসা মুণ্ডার স্মরণে ১৫ নভেম্বর জনজাতীয় গৌরব দিবস পালন করা হবে ভারতের সর্বোচ্চ আদিবাসী-অধ্যুষিত প্রদেশে। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জানা গেছে, ৪ ঘণ্টার ঝটিকা সফরে মধ্য প্রদেশের রাজধানী ভোপালে আসবেন। এর মধ্যে সোয়া ১ ঘন্টা বরাদ্দ মঞ্চে থাকার জন্য। জাম্বরি ময়দানের সেই অনুষ্ঠানের জন্য ২৩ কোটি রুপি (২৭ কোটি বাংলাদেশি টাকা) বরাদ্দ রেখেছে মধ্য প্রদেশ সরকার!
২৩ কোটি রুপির মধ্যে যাতায়াত, খাবার ও ৫২ টি জেলা থেকে আগতদের থাকার ব্যবস্থাতে খরচ হবে ১২ কোটি রুপি। ৯ কোটি বরাদ্দ সাজানো ও প্রচারণার জন্য।
কেন্দ্র সরকার অবশ্য নভেম্বর ১৫ থেকে ২২ পর্যন্ত গোটা এক সপ্তাহ উদযাপন করতে চাইছে আদিবাসী যোদ্ধাদের স্মরণে। তবে শুধু আদিবাসী যোদ্ধাদের সম্মান জানাতেই নয়, মোদির মধ্য প্রদেশে আসার আরেকটি তাৎপর্যপূর্ণ কারণও আছে।
জাম্বুরি ময়দানে দেশের প্রথম রাষ্ট্র-ব্যক্তি যৌথ মালিকানাধীন রেলস্টেশন উদ্বোধনও করবেন মোদি। ৪৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই স্টেশনটিকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর নামে নামকরণের দাবিও শোনা যাচ্ছে বিজেপি নেতাদের তরফ থেকে।
পুরো ভেন্যু সাজানো হয়েছে আদিবাসী নকশায়। এতে উপস্থিত থাকবেন প্রায় ২ লাখ আদিবাসী। প্যান্ডেল বানানোর কাজে এরই মধ্যে লেগে পড়েছে প্রায় ৩০০ কর্মী।
Leave a reply