রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পদ্মা নদীর ঢালার চর এলাকায় মোতালেব হলদার নামের এক জেলের জালে ধরা পড়েছে ৩৯ কেজি ওজনের বিশাল আকৃতির এক বাগাইড় মাছ। মাছটি বিক্রি হয়েছে ৫৭ হাজার ৭০০ টাকায়।
শনিবার (১৩ নভেম্বর) সকালে জালে ধরা পড়ে মাছটি। পরে তা দৌলতদিয়া ঘাটে বিক্রির জন্য আনলে ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৫৪ হাজার ৬০০ টাকায় কিনে নেন মাছটি।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, সকাল ৮টার দিকে মাছটি তিনি সরাসরি জেলের নিকট থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে কেনন। পরে দেশের বিভিন্নস্থানের বড় বড় ব্যবসায়ীদের সাথে মোবাইলে যোগাযোগ করে দুপুরে ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে ১ হাজার ৪৮০ টাকা কেজি দরে ৫৭ হাজার ৭২০ টাকায় বিক্রি করেন।
Leave a reply