‘আগামী বছরের মার্চে শেষ হবে আখাউড়া-আগরতলা রেলপথের কাজ’

|

আখাউড়া প্রতিনিধি:

২০২২ সালের মার্চেই আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলওয়ে লিংকের (বাংলাদেশ অংশ) কাজ শেষ হবে বলে জানিয়েছেন রেলপথ প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ইরকন ইন্টারন্যাশনালের জিএম রমন শিংলা।

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় রমন শিংলা বলেন, চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড পরিস্থিতি ও অর্থ পরিশোধের জটিলতা থাকায় বাংলাদেশ অংশে রেলপথ প্রকল্পের কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। তবে ভারতীয় অংশে খুব দ্রুতগতিতে কাজ এগিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, আখাউড়া অংশে রেললাইন স্থাপনের জন্য ২ হাজার স্লিপার প্রস্তুত করা হয়েছে। চলতি মাসের ২৫ নভেম্বরের মধ্যে স্লিপারগুলো কাজের সাইডে পৌঁছাবে। আগামী বছর মার্চ পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে এবং মার্চের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে তারা আশা প্রকাশ করছেন।

উল্লেখ্য, ভারত সরকারের অনুদানের প্রায় ২৪১ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাড়ে ১০ কিলোমিটার রেলপথের মধ্যে সাড়ে ৬ কিলোমিটার পড়েছে বাংলাদেশ অংশে। বাকি ৪ কিলোমিটার ভারতে।

রেলপথ প্রকল্প পরিদর্শনের সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাজ কুমার গোয়েল, প্রকল্পের এডভাইজার পঙ্কজ কুমার সিংসহ দু-দেশের প্রকল্প সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply