ছুটি কাটিয়ে দেশে ফিরছেন মাহমুদউল্লাহ ও মুশফিক

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ মিশন শেষে দুবাইয়ে ছুটি কাটিয়ে আজ (১৩ নভেম্বর) দেশে ফিরছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।

বিশ্বকাপের সুপার টুয়েলভের পর প্রথম দল হিসেবে ভেন্যু ত্যাগ করে বাংলাদেশ। আইসিসি টুর্নামেন্টের পারফরমেন্সে ব্যর্থতার নতুন মাত্রা সংযোজন করে এবার টাইগাররা। সুপার টুয়েলভের সবকটি ম্যাচ হেরে অনেকটা নীরবেই দেশে ফেরে ক্রিকেটাররা। আর দলের দুই সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ ও মুশফিকের ঢাকা বিমানবন্দরে নামার কথা শনিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে।

আগেই ফিরেছেন তাসকিন আহমেদ ও লিটন দাস। আজ সকালে ৩ টি-টোয়েন্টি ও ২ টেস্টের সিরিজ খেলতে ঢাকা পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। ইনজুরির কারণে এই সিরিজে খেলছেন না সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বিশ্বকাপে ভরাডুবির পর এই সিরিজে বাংলাদেশ দলে বেশ কয়েকজন তরুণ মুখ দেখা যাবে বলে জানা গেছে। বাদ পড়বেন টানা ব্যর্থতার বৃত্তে থাকা ক্রিকেটাররা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply