নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড এলাকায় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ৯২ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব।
শনিবার (১৩ নভেম্বর) বেলা পৌনে তিনটার দিকে র্যাবের অভিযানে পাচারকাজে জড়িত মো. আল-আমীন (২৮) নামে একজনকে আটক করা হয়। একটি পিকআপ ভ্যানে করে তিনি গাঁজা পাচার করছিলেন।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১৪ কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বারোড এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে চালের ২৬টি বস্তার মধ্যে ১১টি থেকে গাঁজা উদ্ধার করেন। এ সময় কুমিল্লার দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে আল-আমীনকে আটক করা হয়।
আটক আল-আমীন দীর্ঘদিন যাবত চোরচালানের সঙ্গে জড়িত বলে র্যাবের কাছে স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a reply