‘ক্ষমতায় থাকার অধিকার সরকারের নেই’

|

সুপ্রিম কোর্ট কর্তৃক ষোড়শ সংশোধনী বাতিল এবং এ সংক্রান্ত মামলার পর্যবেক্ষণ দেয়ার পর সরকারের ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

আজ শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতা আরও বলেন, এই সরকার দ্রব্য মূল্যের দাম নিয়ে মিথ্যাচার করছে। বাজারে দাম আকাশ ছোঁয়া হলেও মন্ত্রীরা বলছেন সব ঠিক আছে।

সরকার অস্ত্রের জোরে ক্ষমতায় টিকে আছে বলেও মন্তব্য করেন রিজভী।

দেশের স্বার্থের কথা চিন্তা করে অবিলম্বে নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় বিএনপির আন্দোলন থেকে কিছু ঘটলে তার দায় সরকারকেই নিতে হবে।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply