দুই সপ্তাহের দর কষাকষিতে যে চুক্তি হলো গ্লাসগোতে

|

গ্লাসগোয় শেষ মুহূর্তের দর কষাকষির পর অবশেষে সর্বসম্মত চুক্তি হলো কপ-টোয়েন্টি সিক্স সম্মেলনে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জীবাশ্ম জ্বালানি ব্যবহার সীমিত করার বিষয়ে একমত হয়েছে দেশগুলো।

চুক্তিতে কার্বন নিঃসরণ কমানো, দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার বিষয়েও জোর দেয়া হয়। তবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে কার্বন নিঃসরণ যতটা কমানো দরকার সে বিষয়ে কোনো প্রতিশ্রুতি মেলেনি।

দুসপ্তাহের আলোচনার পরও ঐকমত্য না আসায় শুক্রবার সম্মেলনের সময় সময় একদিন বাড়ানো হয়। খসড়া চুক্তিতে কয়লাসহ জীবাশ্ম জ্বালানি ব্যবহার শূন্যে নামিয়ে আনার কথা বলা হলে তাতে আপত্তি জানায় ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ইরান ও নাইজেরিয়া। শেষ পর্যন্ত ব্যবহার বন্ধের বদলে কমিয়ে আনার কথা বলা হয়।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় সর্বসম্মতভাবে গৃহীত হয় চুক্তি। এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বললেও যথেষ্ট নয় বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply