‘বিশ্বের সবদেশেই তেলের দাম বেড়েছে, পত্র-পত্রিকায় লিখেছে ভারতে কমেছে’

|

ছবি: সংগৃহীত

বিশ্বের সবদেশেই তেলের দাম বৃদ্ধি পেয়েছে, পত্র পত্রিকায় লিখেছে ভারতে কমেছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি অ্যাকাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সব দেশেই তেলের দাম বেড়েছে, পত্র পত্রিকায় লিখেছে ভারতে তেলের দাম কমেছে। তারপরও বাংলাদেশের চেয়ে বেশি রয়েছে। আমারা তেলের বিপুল পরিমাণ ভর্তুকি দিচ্ছি। প্রধানমন্ত্রী দেশে এসেছেন, বিষয়টি বিবেচনা করতে পারেন।

এ সময় আনসার সদস্যদের উদ্দেশে তিনি বলেন, প্রশিক্ষণ গ্রহণকারী সদস্যরা প্রশিক্ষণ লব্ধ জ্ঞান মেধা শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

কুচকাওয়াজের শুরুতেই প্রধান অতিথি একটি সুসজ্জিত খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম ও প্যারেড কমান্ডার প্রধান অতিথির সাথে উপস্থিত ছিলেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply