৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা না নিতে নির্দেশ দেয়া বিচারককে শোকজ করা হবে: আইনমন্ত্রী

|

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি।

৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা না নিতে পুলিশকে নির্দেশ দেয়া সেই বিচারককে শোকজ করা হবে। প্রধান বিচারপতি শোকজের জন্য চিঠি দিলে মন্ত্রণালয় তা কার্যকর করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ রোববার (১৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, আইন ও ক্ষমতার বাইরে কোনো বিচারক কাজ করলে প্রধান বিচারপতির ক্ষমতা আছে সেই বিচারককে সরিয়ে দেয়ার। রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায়ের পর্যবেক্ষণে শ্লীলতাহানির ৭২ ঘণ্টা পর মামলা না নেয়ার যে নির্দেশনা দিয়েছিলেন তা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বিচারক কামরুন্নাহার।

আইনমন্ত্রী আরও বলেন, এ ধরনের নির্দেশনা মৌলিক অধিকারের পরিপন্থী। তার এ নির্দেশনা বিচারকদের জন্য বিব্রতকর, এবং পুলিশের জন্য ভুল বার্তা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply