স্টাফ করেসপন্ডেন্ট:
রংপুর মহানগরীর কেরামতিয়া মসজিদ এলাকার একটি আটতলা ভবনের ছয়তলা থেকে লাফ দিয়ে ওয়াসিফ রায়হান ছোটন (১৭) নামের এক এসএসএসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। ছোটন রংপুর জেলা স্কুলের শিক্ষার্থী ছিল।
রোববার (১৪ নভেম্বর) সকালে পরীক্ষায় যাওয়ার ৩ ঘণ্টা আগে এ ঘটনা ঘটে। ওয়াসিফ রায়হান ছোটন (১৭) রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মোহাম্মদ মাসুদ রানার পুত্র।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, ওই এলাকার আটতলা বিশিষ্ট সমতা বিল্ডিংয়ের ৬ তলায় সপরিবারে ভাড়া থাকতেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা। রোববার সকাল ৭ টায় ৬ তলার বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে তার পুত্র ছোটন। একইদিন সকাল ১০ টায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল ছোটনের।
ওসি আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুপুরে সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সুরতহাল রিপোর্ট প্রস্ততকারী কোতয়ালী থানার এসআই মনোয়ার হোসেন জানান, লাশ হস্তান্তরের পর দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। তবে কী কারণে সে আত্মহত্যা করলো তা প্রাথমিকভাবে জানা যায়নি। এ ব্যপারে
পরিবারের কাছ থেকেও তথ্য পাওয়া যায়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
Leave a reply