পাকিস্তান দলের অধিনায়ক হয়ে বিশ্বকাপ জেতাতে চান ৮ বছরের হারুন

|

ছবি: সংগৃহীত।

পাকিস্তান ক্রিকেট দল ও বাবর আজমকে উৎসাহ দিয়ে চিঠি লিখেছেন ৮ বছর বয়সী মোহাম্মদ হারুন সুরিয়া। চিঠিতে হারুন ভবিষ্যতে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হয়ে পাকিস্তানকে বিশ্ব চ্যাম্পিয়ন করবেন বলেও ইচ্ছা পোষণ করেছেন। এই চিঠি সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ক্রিকট্র্যাকারের প্রতিবেদনে জানা যায়, চিঠির শুরুতে হারুন পাকিস্তান দলকে উদ্দেশ্য করে লেখেন, ‘ প্রিয় পাকিস্তান ক্রিকেট টিম, আমি তোমাদেরকে অনেক ভালবাসি এবং আমি তোমাদেরকে নিয়ে গর্বিত। দলের সবাই ভাল খেলেছো। তোমাদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং আসলেই অনেক চমৎকার ছিল। আমি খেলা দেখতে দেখতে অনেকসময় ভয় পেয়েছি আর অনেক দুশ্চিন্তাও করেছি। ইনশাআল্লাহ, আমি ভবিষ্যতে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হব এবং তোমাদের সবাইকে দাওয়াত দিবো আমার টিমে। আমরা আবার ফাইনালে যাব এবং নিশ্চিত আমরা জয়ী হবো।’

চিঠির দ্বিতীয়াংশে হারুন বাবর আজমকে উদ্দেশ্য করে লেখেন, ‘ দলের সকল ক্রিকেটারের স্বাক্ষর নিয়ে তাদের সবাইকে আমার বাসায় পাঠিয়ে দাও। প্রিয় পাকিস্তানি টিম, আমি তোমাদেরকে ভালবাসি। জিতলেও পাকিস্তান হারলেও পাকিস্তান। তোমাদেরকে সবসময় ভালবাসি আমি।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply