মহিষের নামে মামলা করতে থানায় হাজির কৃষক!

|

ছবি: সংগৃহীত।

দুধ দিচ্ছে না মহিষ। কৃষকের ধারণা কেউ এর ওপর তুকতাক বা কোনো যন্তরমন্তর করতে পারে। এরপরই সোজা মহিষকে নিয়ে থানায় উপস্থিত সেই কৃষক। দাবি, ‘ন্যায় বিচার’। খবর এনডিটিভির।

শনিবার (১৩ নভেম্বর) ভারতের মহারাষ্ট্রের ভিন্দ জেলার ঘটে এ ঘটনা। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে।

এ নিয়ে ওই থানার ডেপুটি পুলিশ সুপার অরবিন্দ শাহ জানান, বাবুলাল যাদব (৪৫) নামের এক ব্যক্তি শনিবার নয়াগাঁও পুলিশ স্টেশনে তার মহিষ নিয়ে হাজির হন। তার অভিযোগ, গত কয়েকদিন ধরেই তার মহিষ দুধ দিচ্ছে না। মহিষটির ওপর কেউ তুকতাক করে থাকতে পারে বলেও তার ধারণা ছিল। তাই পুলিশের কাছে সাহায্য চান বাবুলাল।

অবশ্য পুলিশ ওই ব্যক্তিকে নিরাশ অবস্থায় ফেরায়নি। একজন পশু চিকিৎসকের পরামর্শে মহিষটিকে চিকিৎসা দেয়া হয়েছে। আর এর ফলে পরদিনই থানায় এসে সেই কৃষক ধন্যবাদ জানিয়ে গেছেন বলেও জানায় পুলিশ। তার মহিষ এখন দুধ দিচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply