ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৫। আর এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি অঞ্চলেও।
রোববার (১৪ নভেম্বর) ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের কাছে বন্দর নগরী বন্দর আব্বাসে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। এ সময় কেঁপে ওঠে ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের বেশ কয়েকটি জেলা।
ভূমিকম্পের পর সংশ্লিষ্ট এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকেও এ সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
Leave a reply