নতুন শনাক্তের অর্ধেকের বেশিই ইউরোপে

|

রয়টার্সের ছবি।

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা ভাইরাসে আরও ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে আরও প্রায় সাড়ে ৪ লাখ রোগী। যার অর্ধেকের বেশি ইউরোপে।

দিনে সর্বোচ্চ সাড়ে ১২শ মানুষের মৃত্যু হয়েছে রাশিয়ায়। দেশটিতে এদিন শনাক্ত হয়েছে ৪০ হাজার রোগী। দ্বিতীয় সর্বোচ্চ ইউক্রেনে মারা গেছে ৭ শতাধিক মানুষ।

রোববার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রে প্রাণহানি হয়েছে ৫শ জনের। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৭ লাখ ৮৩ হাজারের বেশি। এছাড়া, ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য, তুরস্ক, মেক্সিকো, পোল্যান্ড ও রোমানিয়ায় এক দিনের ব্যবধানে মৃত্যু হয়েছে ২ থেকে ৩শ করে মানুষের।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫১ লাখ ১৪ হাজার। মোট শনাক্ত ২৫ কোটি ৪০ লাখের বেশি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply