বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলায় নিহত ২০

|

জঙ্গি গোষ্ঠী আল কায়েদা এবং আইএসের সাথে হামলাকারীদের সম্পৃক্ততা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলায় ১৯ সেনা সদস্যসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববারের হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জানান, ইনাতা প্রদেশে স্বর্ণখনির কাছে এক বন্দুক হামলা চালানো হয়। হামলায় আহতদের উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।

এখনও পর্যন্ত কেউ ওই হামলার দায় স্বীকার করেনি। এ হামলাকে কাপুরুষোচিত এবং বর্বর আখ্যা দিয়েছে দেশটির সরকার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জঙ্গি গোষ্ঠী আল কায়েদা এবং আইএসের সাথে হামলাকারীদের সম্পৃক্ততা থাকতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply