Site icon Jamuna Television

জয় পেয়েছে জার্মানি-স্পেন

ছবি: সংগৃহীত

আর্মেনিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে জার্মানি। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে জে গ্রুপের ম্যাচে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়েছে জার্মানি। আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা জার্মানি ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকেই শেষ করলো বাছাই পর্ব।

স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের ১৫ মিনিটে কাই হাভার্টজের গোলে এগিয়ে যায় জার্মানরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ইলকাই গিনদোয়ান। দ্বিতীয়ার্ধের ৫ম মিনিটে ব্যবধান আরও বাড়ান গিনদোয়ান। ৫৯ মিনিটে পেনাল্টি থেকে আর্মেনিয়ার ব্যবধান কমান হেনরিক মিখিতারিয়ানে। ম্যাচের ৬৪ মিনিটে জার্মানির চতুর্থ গোলটি করেন ইয়োনাস হফমান।

এদিকে, কাতার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে স্পেন। ইউরোপ অঞ্চলের বাছাই পর্বের শেষ রাউন্ডে বি গ্রুপের ম্যাচে সুইডেনকে ১-০ গোলে হারায় স্পেন। ম্যাচের শেষ দিকে দলের একমাত্র গোলটি করেন আলভারো মোরাতা।

হার এড়ালেই বিশ্বকাপের টিকিট পাবে স্পেন, এমন সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় পায় স্পেন। ৬ জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে কাতারের টিকিট নিশ্চিত করলো স্পেন। ১৫ পয়েন্ট নিয়ে কাতারের অপেক্ষায় রইলো সুইডেন।

ইউএইচ/

Exit mobile version