নির্বাচনি প্রচারণায় বোরকা পরে পুরুষদের নাচ

|

কুমিল্লা ব্যুরো:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে এক নারী প্রার্থীর প্রচারণায় বোরকা পরে পুরুষদের নাচতে দেখা গেছে। ৩০ সেকেন্ডের একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ওই নারী প্রার্থী কুমিল্লা বরুড়া উপজেলার বাসিন্দা। ওই উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা প্রার্থী মোসাঃ পুতুল বেগম।

আগামী ২৮ নভেম্বর কুমিল্লা বরুড়া উপজেলার ৯ ইউনিয়নে ভোট গ্রহণ হবে।

পুতুল বেগম সূর্যমুখী ফুল প্রতীক পেয়েছেন। এখন রাতদিন সমানে প্রচার-প্রচারণা চলছে। তারই অংশ হিসেবে রোববার (১৪ নভেম্বর) বিকেলে তার পক্ষে একটি মিছিল বের হয়। সেখানে বেশ কিছু পুরুষ বোরকা পড়ে গানের তালে তালে নেচে-গেয়ে পুতুল বেগমের পক্ষে ভোট চাইছেন। মিছিলের নেতৃত্ব দেন পুতুল বেগম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply