ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের নেতারা জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য চাপ দেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু।
সোমবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে উত্থাপিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
মুজিবুল হক চুন্নু বলেন, ইউপি নির্বাচনে বিএনপি আসেনি। এ অবস্থায় যেখানে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আছে সেখানে তাদের ওপর চাপ দেয়া হচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগের এমপি, নেতারা আমাদের স্থানীয় প্রার্থীকে চাপ দেন প্রার্থিতা তুলে নেয়ার জন্য। এটা যাতে না হয়, জোর জবরদস্তি যাতে না করা হয় এ বিষয়ে নির্দেশ দেয়ার জন্য আওয়ামী লীগ নেতাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।
এ সময় জাপা মহাসচিব বঙ্গবন্ধুকে সবার কাছ থেকে সরিয়ে না নেয়ার জন্য আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান।
মুজিবুল হক চুন্নু বলেন, বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের একার নয়, তিনি সবার। বঙ্গবন্ধু সব কিছুর ঊর্ধ্বে। বঙ্গবন্ধু আমাদের অস্তিত্ব, বঙ্গবন্ধু ছাড়া কিছুই নেই। আপনারা সব সময় বঙ্গবন্ধুকে দূরে সরিয়ে নিতে চান। বঙ্গবন্ধুকে দূরে সরিয়ে নেবেন না।
Leave a reply