দিল্লিতে বাধ্যতামূলক করা হয়েছে ‘হোম অফিস’

|

ছবি: সংগৃহীত

ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে এবার ভারতের দিল্লি ও নিকটবর্তী শহরগুলোতে ‘হোম অফিস’ চালু করার আদেশ দিয়েছে দেশটির আদালত। খবর আল জাজিরার।

সোমবার (১৫ নভেম্বর) এ আদেশ দেয়া হয়। এর আগে গত শনিবার রাজ্যটিতে চার দিনের জন্য বিদ্যালয় ও নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ রাখতে বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, তিনজন জজের একটি প্যানেল এ নির্দেশ দিয়েছে। প্যানেলটির প্রধান এনভি রামানা বলেন, আমরা জাতীয় রাজধানীর কেন্দ্র এবং রাজ্যগুলোতে সবাইকে হোম অফিস করানোর নির্দেশ দিয়েছি।

আদালত পাশের রাজ্য হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর প্রদেশে ফসলের বর্জ্যের আগুন লাগানোর লাগাম টানতে জরুরি পদক্ষেপও চেয়েছে। বিচারপতি সূর্য কান্ত বলেছেন, আমরা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ চাই।

সোমবারের এয়ার কোয়ালিটি ইনডেক্স-এর তথ্য অনুযায়ী, ৫০০ এর স্কেলে দিল্লি বায়ুর মান ৩৪৩ ছিল। যা খুবই নিম্নমানের, এর ফলে ফুসফুস সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। গত সপ্তাহে কোয়ালিটি ইনডেক্সে দিল্লির অবস্থান ছিল ৪৯৯। যা দিওয়ালির সময় গড়ে ৪৫১ থেকে ৫০০ এর মাঝে ছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply