মাস চারেক আগে কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদের হারানোর স্মৃতি এখনও টাটকা। এরপর সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের মাঠে মুখোমুখি হয় দল দুটি। তবে সাও পাওলোয় খেলা শুরুর পাঁচ মিনিট পরই স্থানীয় স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপে শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায় ম্যাচটি। সেটি নিয়ে তদন্ত করছে ফিফা।
এসবের মধ্যেই বেজে গেছে নতুন লড়াইয়ের দামামা। ফিরতি লেগে আবার মুখোমুখি হবে আর্জেন্টিনা-ব্রাজিল। আর্জেন্টিনার সান হুয়ানে বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি।
এদিকে ম্যাচের আগে বেশ ভালো ছন্দে আছে ব্রাজিল। নিজেদের মাঠে গত শুক্রবার কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে সেলেসাওরা। ১২ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই তাদের বিরুদ্ধে লড়াইয়ের আগে সতর্ক আর্জেন্টিনার কোচও।
তবে সতর্কতার কথা জানিয়েও থেমে যাননি তিনি। জানিয়ে দিয়েছেন, ঠিকই জানেন, ব্রাজিলের দুর্বলতা ঠিক কোথায়। তিনি বলেন, (ব্রাজিলের বিপক্ষে খেলা) খুবই কঠিন। বাছাইয়ে এই অঞ্চলে ব্রাজিল সবার ওপরে আছে, এরই মধ্যে তারা বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে…সাম্প্রতিক সময়ে এটা ব্রাজিলের সবচেয়ে উঁচু মানের দল। ম্যাচে তারা খারাপ শুরু করলে কিংবা বলের নিয়ন্ত্রণ হারালে দ্রুত সামলে নেয়, প্রতিপক্ষকে কোনো ছাড় দেয় না।
তিনি আরও বলেন, আমাদের সতর্ক থাকতে হবে এবং আমরা জানি, তাদের কোথায় আঘাত করতে হবে। প্রায় পুরো স্টেডিয়াম দর্শকে পূর্ণ থাকবে, (গত ম্যাচে) যা সম্ভব হয়নি। আশা করি সবকিছু উপভোগ্য হবে।
এর আগে আনহেল দি মারিয়ার একমাত্র গোলে উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপে জায়গা পাকা করার পথে আরেক ধাপ এগিয়ে যায় আর্জেন্টিনা। ব্রাজিলের সমান ম্যাচে আট জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দুবারের বিশ্বকাপ জয়ীরা।
Leave a reply